(কবিতা)
তাপস সরকার
মন্দা জমির ওপর
হাড়ভাঙা খাটুনি খেটে
ফসল করেছিলাম সুখের,
ভেবেছিলাম সংসার ডালে
টুনটুনি এসে
গাইবে প্রেমের গান,
স্টিলের থালায় রঙ্গ বদলাবে-
খাবার শেষে
কাশারের থালায় দেখব বৃহষ্পতি;
কঠিন শীতে জমাট হলে
ওভেনের শিখায় আগুন পোয়াব
খড়ের আগুন ফেলে,
ভেবেছিলাম কাগজের টাকা
কাগজ থাকবে-
সুখ কিনতে মনটা লাগবে ভারী,
নারীর চোখে রোমান্স থাকবে-
শরীরের প্রার্থনা সর্গ হবে-
মনের যত্ন মনে হবে সে সুখ আহামরি;
আহা, কি সুন্দর সে সংসার হত!
প্রেমিকার ঠোঁটে হৃদয় হাসলে
সুখ দেখতাম শিশুর নরম পায়ে,
কেউ বিশ্বাস করে জানতে চাইলে
হৃদয়ের ছাঁচে আদর্শ গড়তাম
নিজের মত যোগ্য প্রাসাদ করে…
আজ ফসল ঝরা ক্ষেতে
দু একটা দানা অঙ্কুর হয়
তাতে সারস কাকের ঠোঁটের যত ভয়,
কই ঘর, কই সংসার?
আজ সে বদ্ধ সংসার ঘরের ইট ক্ষয়ে
নুয়ে পড়ছে ঝড়ে,
আজ শুধু কিছু কাঁচা ইট
নরম কাদার
লাল আগুনে জ্বলে,
শিশুর কান্না, ক্ষুধা, জন্ম
শোনা যায়
যেখানে সেখানে,
বুক ছিড়ে ভাটার চিমনি বের হয়
তাতে কালো ধোঁয়া কুণ্ডলী করে
আমার শিশুর নামকরণ হয়,
আমি শিশু কোলে
অনুভব করি প্রসব যন্ত্রনা-
তবু বিপরীতমুখী মন, রাজপ্রাসাদের বড় সংশয়।।
#mystic_purist