The Poet's Pen 20s Logo

Thursday, December 30, 2021

বিপরীতমুখী

 (কবিতা)

তাপস সরকার


মন্দা জমির ওপর

হাড়ভাঙা খাটুনি খেটে 

ফসল করেছিলাম সুখের,

ভেবেছিলাম সংসার ডালে

টুনটুনি এসে 

গাইবে প্রেমের গান,

স্টিলের থালায় রঙ্গ বদলাবে- 

খাবার শেষে

কাশারের থালায় দেখব বৃহষ্পতি; 

কঠিন শীতে জমাট হলে

ওভেনের শিখায় আগুন পোয়াব

খড়ের আগুন ফেলে,

ভেবেছিলাম কাগজের টাকা 

কাগজ থাকবে- 

সুখ কিনতে মনটা লাগবে ভারী, 

নারীর চোখে রোমান্স থাকবে- 

শরীরের প্রার্থনা সর্গ হবে- 

মনের যত্ন মনে হবে সে সুখ আহামরি;


আহা, কি সুন্দর সে সংসার হত!

প্রেমিকার ঠোঁটে হৃদয় হাসলে

সুখ দেখতাম শিশুর নরম পায়ে,

কেউ বিশ্বাস করে জানতে চাইলে 

হৃদয়ের ছাঁচে আদর্শ গড়তাম 

নিজের মত যোগ্য প্রাসাদ করে…


আজ ফসল ঝরা ক্ষেতে 

দু একটা দানা অঙ্কুর হয় 

তাতে সারস কাকের ঠোঁটের যত ভয়, 

কই ঘর, কই সংসার? 

আজ সে বদ্ধ সংসার ঘরের ইট ক্ষয়ে 

নুয়ে পড়ছে ঝড়ে, 

আজ শুধু কিছু কাঁচা ইট 

নরম কাদার 

লাল আগুনে জ্বলে, 

শিশুর কান্না, ক্ষুধা, জন্ম 

শোনা যায় 

যেখানে সেখানে,

বুক ছিড়ে ভাটার চিমনি বের হয় 

তাতে কালো ধোঁয়া কুণ্ডলী করে 

আমার শিশুর নামকরণ হয়,

আমি শিশু কোলে 

অনুভব করি প্রসব যন্ত্রনা-

তবু বিপরীতমুখী মন, রাজপ্রাসাদের বড় সংশয়।।

#mystic_purist

Sunday, December 26, 2021

জীবন্ত বহুদূর

 (কবিতা)

তাপস সরকার


পশ্চিমের বাতাসে শিসের ধান খসে পড়ে,

মাটির ফাটলে থুবড়ে পড়ে তার ভবিষ্যৎ;

সন্ধ্যার আগে তার বাড়ি ফেরাই সংগ্রাম,

বাড়ি ফিরেও লোহিত রক্তে নেই প্রবাহের নাম;

বিজন পথে সে ক্ষুধার্ত যুগযুগ ধরে,

তবু সে চলমান রক্তহীন সম্মানহানি, জীবন্ত বহুদূর;


Tuesday, December 7, 2021

Free Mind

(poetry)

Piku Dubey


My mind is free

Because I connect it near the sea

Where fishes are playing

And birds are chirping on tree;


My mind is free

Because sun flowers smile at me

When I see;


My soul is so free

Because I fly and sit a moment on flowers

And make sweet like honey bee;


My mind is free

Because, once, I opened the door of my heart

And now I've lost the key.