The Poet's Pen 20s Logo

Thursday, July 29, 2021

মরিচা

(কবিতা)

 ~স্বপন কুমার মৃধা  (মুম্বাই)

অন্তর মন্দিরের কপাট বন্ধ 

লৌহ নকশাকাটা গ্রিলে, 

ভালোবাসার রঙে রাঙানো প্রলেপ 

মরিচার পুরু আস্তরন অন্তর বেদীমূলে। 

বাজেনা ঘন্টা, বিষাদের মনটায়, হৃদয় কুসুমের 

সুরভিত পাপড়ি শুকিয়েছে তাপে, 

শ্যামল অন্তর ফ্যাকাশে পান্ডুর 

বিবর্ণ পত্রমুকুল ঝরে পড়ে অনুতাপে। 

অন্তর আকাশে জমাট কালো মেঘ 

ঘনিয়েছে মন আঙ্গিনায় গম্ভীর 

বিদ্যুতের ঝলকানি শিরায় শিরায়, 

কামনার সাগরে অহমিকার ঢেউ সুগভীর। 

বাকহীন নীরবতা ধূসর আনন্দমেলা 

শুধুকি ছোঁয়াচে সংক্রমণ? মরণের ভয়! 

নয়, মনের মলিনতা বিছিয়েছে জাল 

হিংসার থাবায় ঘায়েল মনুষত্ব গভীর অবক্ষয়। 

সুখের বাসরে সানাইয়ের সুর সুমধুর 

মৃতপ্রায় শিখা তেল শূন্য প্রদীপ, 

ভালোবাসা আজ ভিখারী দোরে দোরে খোঁজে

কারা ছন্ন অন্তরে জ্বালাতে প্রদীপ। 


1 comment: