A poem written on deep Loss by Tapas Sarkar.
পাখি উড়ে যায়
প্রেম কি বাঁচিয়ে রাখতে পারে প্রাণের স্পন্দন?
প্রেম কি ধরে রাখতে পারে উড়ে যাওয়া ওই পাখিটিকে?
যে পাখিটি গভীর রাতে এসেছিল আমার ঘরে
কিছু সময় বসবাস করবে বলে,
যে পাখিটি এসেছিল আমার
সুখ আর দুঃখে ভেজা সন্ধ্যায় অনেক গল্প শুনাবে বলে,
যে পাখিটি এসেছিল আমার
প্রতি ভোর বেলায় জানালায় বসে
গড়ে ওঠার গান গাইবে বলে।
সে পাখিটি আজ আর নেই,
সে পাখিটি আজ আর নেই আমার এই নিথর ঘরের আঙিনায়।
জীবন যুদ্ধের ব্যস্ততায় আমি হার মেনেছি,
নিখুঁত চেতনার ব্যর্থতায় আমি তাকে হারিয়েছি।
যদি আর একটু আগলে রাখতে পারতাম,
হয়তো সে আর একটু অপেক্ষা করত।
যদি আর একটু পোষ মানাতে পারতাম,
হয়তো সে আর একটু ভালোবাসত।
কেন?
প্রেমও তো ছিল, ভালোবাসাও তো ছিল,
সে পারলনা তাকে নালিশ করতে, আর একটু দাঁড়াতে?
সে পারলনা তাকে আর একটু আগলে রাখতে,
যাকে নিয়ে সে এত স্বপ্ন দেখেছিল
এত আশা করেছিল,
সে পারলনা তাকে প্রেমভরা ভালোবাসায় ধরে রাখতে?
সেই পাখিটি আজ আর নেই,
উড়ে চলে গেল ভোর হবার অনেক আগে
অনেক দূরে,
অনেক... দূরে।
এভাবে
উড়েই যদি যাওয়ার ছিল
তবে এসেছিলই বা কেন?
এভাবে, উড়েই যদি যাওয়ার ছিল
তবে ভালোবাসতে শিখিয়েছিল কেন?
আজ, ভীষণ কষ্ট হয়
শূন্য ঘরের একলা প্রহরী আমি কাঁদি।
হয়তো আমারই এই যন্ত্রণা ভুল
আমার প্রেমের প্রকৃতি ভুল,
হয়তো আমার আগলে রাখায় আছে যন্ত্রণা,
হয়তো আমার প্রাণের ভাষা অন্য,
হয়তো বা আমার প্রেমের মূল্য অন্য, শুন্য...
হয়তো বা পাখি আগলে রাখার নয়,
পাখি উড়ে যায়।
~totons@13/06/2020
Good one
ReplyDeletethanks for reading me...
Delete