The Poet's Pen 20s Logo

Friday, June 5, 2020

বিড়াল /Biral/ the Cat




বিড়াল

হ্যাঁ
ওরা একটু দুষ্টু,
একটু চপল, কিন্তু শান্ত সারাক্ষণ।

ওরা  চুরি করে লোকের ঘরে
এক টুকরো মাছ
কিংবা দুধ,
কিন্তু বিদ্রোহ করেনা বরং...

ওরা পলায়ন করে
লোকের তাড়নায়,
কেননা যুদ্ধে জয়ী হবার সৈনিক ওরা নয়,
ওরা একটু খেয়ে 
বেঁচে থাকতে চায়।

ওরা বাঁচতে চায়
মানুষের পাশে ভালোবেসে।
ওদের রাস্তায় ওরা হাটে
ডানে কিংবা বায়ে,
কেবল মানুষ করে অভিনয়,
ওরা নয়, ওরা অমঙ্গল নয়।

লোকই বলে ওরা নাকি
মনিবের অন্ধ প্রার্থণা করে,
কিন্তু, কেউ তা  শুনিনি 
কেউ শুনবেও না,
ওরা বিড়াল, হিংস্র নয়,
ভালোবাসতে শেখায় ওরা, 
ওরা প্রতারক নয়।


totons@12/05/2020

No comments:

Post a Comment