The Poet's Pen 20s Logo

Friday, June 5, 2020

মৃত্যু/Mrityu/ Death

মৃত্যু/Mrityu/ Death  a poem
Written by Tapas Sarkar
Pictures by Tapas Sarkar




মৃত্যু

সময় তো বয়ে চলে
আপন মনে,
প্রকৃতিও খেলে যায়
আপন প্রানে,
নদির প্রবাহ আর 
ফেরে নাকো পিছু,
এ সংসারও তো বয়ে চলে
ধীর, অবিচলে,
শুধু খেলা নেই মোর
যেন হয়ে গেছি স্থির,
ভ্রান্ত পথিক আমি
দ্বারিয়ে অজানা এক রাস্তায়।
আজ ঘর মোর অন্ধকার
তিমির অতিথী হয়ে,
অনীহা, অন্তঃকলহ আর আত্মহত্যা
করে আঘাত দুয়ারে,
নাবিক সাজে, কান্ডারী হাতে মৃত্যু 
করে পরিহাস,
শুনেছি, সে নাবিক নাকি অন্য তীরে 
করে বসবাস।

totons@28/03/20

No comments:

Post a Comment