A poem written on optimism by Tapas Sarkar.
অচেনা সংকেত ও বীথিকা
জানা অজানার অনর্গল অভ্যেসে
ভরে উঠেছিল বীথিকা,
পথের সম্মুখে যে প্রশস্থ জঙ্গল ছিল
তাতে হারিয়ে যেত অনেক পথিক,
আবার কেউ সত্যিকারে জয়ী হয়ে বাড়ি ফিরেছিল,
আবার কেউ সত্যিকারে ভালোবাসতে শিখিয়েছিল।
শতাব্দীর দুর্বার পরিবর্তনেও
একই ছিল ওই বীথিকা,
আর একই ছিল ওই পথের সম্মুখে প্রশস্থ জঙ্গলও।
আজও আছে,
বরং আরও কোলাহল আজকের এই বীথিকা,
আরও গভীর এই সম্মুখ জঙ্গলের পথ।
আর পথিক ?
সে চলছে...
সে চলছে...
তার চলার শেষ নেই।
তবে সে আজ মুক্ত,
মুক্ত শরীর,
মুক্ত মন...
আজ সেই মুক্ত মন খোঁজে
একটু বাইরের বাতাস,
বাইরের অজানা কোনো আভাস,
তাই, ভেতরের আর বাইরের গন্ডি
পেরিয়ে চেয়ে থাকে দিগন্তে
কোনো এক অজানা ডাকের আশায়,
কোনো এক অচেনা সংকেতে।
কারণ, কোলাহল বীথিকার ঘন জঙ্গল
পাড়ি দেওয়া আজ তার ভীষণ প্রয়োজন।
~totons@16/06/2020
No comments:
Post a Comment