The Poet's Pen 20s Logo

Sunday, June 7, 2020

"মা"/ Mother


A poem written on Mother's Day.



মা"

আজ সকালে Facebook-এর
পেজ স্ক্রলিং করতেই দেখলাম
মা- কে নিয়ে লাল, সবুজ, নীল পোষ্ট।
ভীষন ভালো লাগলো, আপ্লুত হলাম।
কেউ লিখেছে " মা আমার প্রাণ"
কেউ আবার "Mom is my best friend",
কেউ বা মার কোলে-  বড়, কেউবা ছোট্ট শিশু।
কেই লিখেছে "Happy Mother's Day,
কেউ বা "Happy Mother's Day to all",
কেউ লিখেছে আজকেই শুধু Mother's Day নয় রে পাগলা
আয় সব দিনই মাকে ভালোবাসি চল।
কেউ দিয়েছে লাভ কমেন্ট
কেউ বা care,
কেউ হয়েছে ভাবাবেগে কাতর
আবার কেউ একটু উষ্ণতার বিতন্ডা সঞ্চার।
আমি ভাবি কি লিখবো মাকে নিয়ে,
আমার সব কিছুই তো তার,
আমার জন্মদাত্রী।
আমার প্রাণের সুপ্ত অঙ্কুর তার দান,
সে যে আমার মা।
তারই দেওয়া ভাষায় তার কথা বলা
আমার সীমাবদ্ধতা।
তারই শ্বাস-প্রশ্বাসে  ভালোবাসা জীবনের সার্থকতা।
সারাটা জীবন দিয়েও কি এ ঋণ শোধ করা যায়,
না যায়না।
যায় শুধু ভালোবাসা, মাকে ভালোবাসা।
আর এই ভালোবাসার বন্ধন 
সকল বন্ধনের থেকে দৃঢ়,
সমস্ত হৃদয়ের থেকেও নরম।
তাই Mother's Day পালন শুধু একই দিন নয়,
নয় এই দিন কোনো চাওয়া পাওয়ার।
এই দিন হয়ে উঠুক শৈশব স্মরণ করার,
মার কোলে ফিরে যাওয়ার 
ভালোবাসার।
মাতৃদিবস মানে এক বিশেষ দিনের মাতৃপ্রেম নয়।
মাকে ভালোবাসা মানে 
একটি বড়ো বাক্সে গিফ্টস পাঠানো নয়।
Mother's Day মানে বৃদ্ধাশ্রমের সংখ্যা বৃদ্ধি নয়,
"মা"- এর খেতে পাওয়া মানেই তার সুখ নয়।
মা- সন্তানের সম্পর্ক লোক দেখানো নয়,
মা তো শুধুই ভালোবাসার, কাছে থাকার,
ভালোবাসার প্রকৃত নামই তো "মা"।

totons@10/05/2020

No comments:

Post a Comment