The Poet's Pen 20s Logo

Tuesday, July 27, 2021

পূর্ণিমার অন্ধকারে

 ~তাপস সরকার

তীব্র নিরবতার অন্ধকার প্রেম প্রত্যাখ্যানেও

বার বার মনে পড়ে তোমায়, প্রেত হয়ে

ঘরবাড়ির এক কোণে ক্ষুদ্র জোনাকির মত

আজও আমি ভরসা খুঁজি অন্ধকারে,


এখন উত্তপ্ত শরীরের কলঙ্ক ঘটলে 

কেউ খোঁজ করেনা আর, ভয়ে আমি চিৎকার করি 

মধ্যরাতের ঘড়ির কাঁটায়, আমার উন্মাদে

রাস্তার কুকুরেরা উচ্চ স্বরে কেঁদে ফেলে,


ঝাপসা প্রবাহে পূর্ণিমা চাঁদের উজ্জ্বল আলোয় 

টুকরো টুকরো মেঘগুলো থমকে দাঁড়ায়, ফ্ল্যাশব্যাকে

আমি দেখি তুমি গম্ভীর মুখে হাসতেই

গত রাতের অমাবস্যায় জীবন্ত তারাগুলি খসে পড়ে,


তবু আমি আশাবাদী, আমি বিশ্বাসী এক প্রতিজ্ঞায়

তবে তোমাকে ফিরে পাবার নয়, এ আশা 

অজানা কোনো পুরস্কারের নয়, এ বিশ্বাস সন্ধানের

পরবর্তী অনুসন্ধানের, জন্ম মৃত্যুর, মৃত্যু জন্মের,


আজ, জানালার ওপারে আমি নির্বিকার হয়ে থাকলে

ঘরের ভেতরে সাহিত্যের পৃষ্ঠাগুলি উকি মারে

তাতে আমি পুরনো কবিতার অক্ষর খুঁজি বৈশাখের ঝড়ে

কিংবা আজ শ্রাবণের উজ্জ্বল পূর্ণিমার অন্ধকারে।।



No comments:

Post a Comment