(কবিতা)
তাপস সরকার
পশ্চিমের বাতাসে শিসের ধান খসে পড়ে,
মাটির ফাটলে থুবড়ে পড়ে তার ভবিষ্যৎ;
সন্ধ্যার আগে তার বাড়ি ফেরাই সংগ্রাম,
বাড়ি ফিরেও লোহিত রক্তে নেই প্রবাহের নাম;
বিজন পথে সে ক্ষুধার্ত যুগযুগ ধরে,
তবু সে চলমান রক্তহীন সম্মানহানি, জীবন্ত বহুদূর;
No comments:
Post a Comment