The Poet's Pen 20s Logo

Friday, July 10, 2020

তুমি অদ্বিতীয় আমি আংশিক

This poem written on the worship of nature.





তুমি অদ্বিতীয় আমি আংশিক


হাজার কোটি বছর আগে তোমার কোলে
আমার শৈশব।
ধীরেধীরে হামাগুড়ি দিয়ে বড় হওয়া,
মৃত্যুকে দেখি নিজের চোখে।
গতকাল আবার জন্ম আমার,
আবার হামাগুড়ি দিয়ে হাঁটতে শিখেছি, 
হাঁটছি...
আমার জন্মের ছাপ চাপা পড়ে আছে তোমার জীবাস্মে।

তোমার আমার সম্পর্ক কখনও বাহ্যিক নয়,
কুঠারের আঘাতে রক্তপাত হয় দুজনের,
তা আমি জানি।
আমি জানি হাজার হাজার থিওরি আর জ্ঞান তত্ব
তোমায় ভালোবাসার।
আমি জানি তোমার আমার সম্পর্কের গুরুত্ব।
তবুও আঘাত করি তোমায় আমার স্বার্থে, 
আমি স্বার্থপর,
আমি জানি।
তোমার আমার সম্পর্কে আজ খানিক ব্যবধান।

আমি এটাও জানি যে এক সময় নষ্ট হবে আমার ভন্ডামি,
আমি ক্ষ্যান্ত হব,
শান্ত হব ঠিক তোমার মত
তোমার কোলে।
কারণ,
আমার গড়া সঙ্গীতে আছে শুধু স্বর,
তোমার ডালে বসে থাকা পাখিদের আছে মাধুর্য।
আমার লেখা অক্ষর মিশে যায়,
তোমার লেখা অদৃশ্য সত্য কখনো মিথ্যে নয়।
আমার গড়া ঘরে ধস নামে,
তোমার পৃথিবী আপনি হতে গড়ে।
আমার পাকা রাস্তায় আছে আইনকানুন, আর চিৎকার,
তোমার জঙ্গলের পথ উন্মুক্ত, স্বাধীন।
আমার গড়া টাইম মেশিনে আমি খণ্ডিত।
তোমার গড়া পৃথিবীতে তুমি অদ্বিতীয়।
তুমি ছায়া,
তুমি আশ্রয়,
তুমি ভগবান,
তুমি বান্ধব,
তোমার রাতের অন্ধকারে আছে দিনের তাৎপর্য।
আমার গড়া সূর্যে আমি আংশিক। 



totons@10/07/2020

No comments:

Post a Comment