The Poet's Pen 20s Logo

Sunday, August 2, 2020

অবসানে

The poem is written on Her (the Mother Nature)



#অবসানে

তোমায় বুঝতে করেছি দেরি
তাই আমার শরীরে ক্ষত।
আমার বুদ্ধিমত্তার সুবাতাস
আজ ফুসফুসে ঘটায় শ্বাসকষ্ট।
আমার বিষে তুমি বিষাক্ত,
তবু তুমি শান্ত।
আমার গোত্রে আমিই শত্রু
আমিই আজ বিভ্রান্ত।
ভীতির রাজ্যে সাহস যোগাই
রক্ত বেঁচে সস্তায়।
তোমার ঘরে আমি আজ ক্ষিপ্র পাগল
মৃত শরীরেরা ভিক্ মাগে রাস্তায়।।

totons@02/08/20

#painting_by_H.Love

No comments:

Post a Comment