The Poet's Pen 20s Logo

Saturday, October 31, 2020

বিদায় যেখানে অসম্ভব

~তাপস সরকার




হারানোর ভয় না আছে কার?
সে ব্যথা অন্য 
যে হারায় না জানিয়ে অসুখ তাদের অন্য,
ভয়ের মাঝে না হারায় কারা?
সে ব্যথা অন্য 
যে হারায় আমাদের জানিয়ে সুখ তাদের অন্য,
অন্যদিকে লুকোছুপি খেলা 
ভীষন আমাদের পোষণ, 
আবার তুমি চলে যেতে চাইলে
হঠাৎ কোনো কান্না নয়
হঠাৎ কোনো বিদায় নয় 
আমরা থাকব মৌন কিংবা করব আত্মগোপন,
তখন, হারানোর ভয় আমাদের
আর তোমার বিদায় অসম্ভব।





No comments:

Post a Comment