The Poet's Pen 20s Logo

Saturday, January 30, 2021

দিগন্তে ক্যানভাস( Digante Canvas)

(কবিতা সংকলন)(A poetry Collection)

    পৃথিবীটা একটা আস্ত বই। এর কত বৈচিত্র্য, কত কাহিনী, কত কল্পনা আর বাস্তবের গল্প পথের সঠিক দিশা না পেয়ে অন্ধকারের কোন এক কোণে চাপা পরে থাকে, কিংবা কোনো অচেনা পথের ধারে পরে থাকে অজ্ঞাত পরিচয়ে। কত কবিতা রোজ রচিত হয় লেখক লেখিকার সংবেদনে, কত প্রেম এর জন্ম হয় প্রেমিক প্রেমিকার কথোপকথনে, কত সংগ্রামে বয়ে চলে আমাদের জীবন- শৈশব থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্যে সময়ের সাথে হাত ধরে, তা কত জনই বা আমরা মনে রাখি। তবু মনে রাখা প্রয়োজন আমরা বঞ্ছিত নই এ পৃথবীতে। শুধু একটু সজাগ থেকে আমাদের চোখ রাখতে হবে দিগন্তের ক্যানভাসে। এক বিস্তৃত স্পষ্ট ক্যানভাসে শিল্পী যেমন নতুন নতুন প্রাণ দান করে সতঃস্ফুর্তভাবে, ঠিক তেমনই এই সংকলনের কবিতাগুলি জীবনমুখী রঙে রঙিন হয়ে উঠেছে দিগন্তের ক্যানভাসে                                                      

*সম্পাদক - তাপস সরকার, সাগার বর্মন




*বইটির কপি পেতে ক্লিক করুন নিচের লিঙ্কে। 
To get a copy of the book click on the link below 👇






No comments:

Post a Comment