The Poet's Pen 20s Logo

Saturday, February 6, 2021

অন্যরকম

~তাপস সরকার


শুরুতে তোমার প্রেমে পরাটা জটিল ছিলনা, 

জটিল ছিলনা তোমার ভালবাসার মর্ম বোঝা, 

সেদিন বিয়োগ ছিলনা সন্ধ্যাবেলার ভাঙ্গা ল্যাম্প পোস্টগুলিতে,

একলা ছিলনা মধ্যরাতের শান্ত প্রকট রাস্তাগুলি, 

আমি নিরব ছিলামনা নিঃসঙ্গ গ্রামের রাস্তায়, 

আমি আংশিক ছিলামনা চৈত্র মাসের ধানক্ষেতে

কিংবা নষ্ট গাছে বিদায় জানানো পাখির বাসায়, 

শুরুটা ছিল পরিপূর্ন আর আবেগের ভাষায় শ্রেষ্ঠ ছিল জীবনের বর্ণনা, 

প্রথম সংসারের আলাপনে রঙের যে আভরণ  

তাতে খানিকটা মানিয়ে নিয়েছিলাম নিতান্ত,

আমি বাঁচতে চেয়েছিলাম আজন্ম, 

গড়ে তুলেছিলাম রাজপ্রাসাদ, সিংহাসন, আর হীরক মুকুট। 

আজ সেই আমি মৃত, 

না, আমি মৃত এই শরীরে নয়,  

বিকার-এ আজ প্রকাশিত প্রজাপতি, 

আমি আজ নষ্ট তোমার স্মৃতির বিছানায়।


No comments:

Post a Comment