The Poet's Pen 20s Logo

Thursday, September 16, 2021

পালক

(কবিতা)

তাপস সরকার


ভোর পলাশের গন্ধে এক জোনাকি খাবি খায়, 

পাখির পালকের মত কোমল বঙ্গভাষার ঠোঁট 

অপেক্ষা করে এক সবুজ পাতার, 

সে অপেক্ষা করে সবুজ বন, সবুজ গ্রাম ও জীবনের;

দিন শেষে সে ক্লান্ত হলে 

অপেক্ষা করে গঙ্গা, মহানন্দার ধারে চিরকুট জঙ্গলে, 

দূর থেকে সবুজ

পাতার ভেলা তরী সেজে ভেসে আসে হৃদয় বালুচরে,

কি হবে হৃদয় অনুরাগে?

সন্ধ্যা নামলেই বৃহস্পতি, শুক্র বিভিন্ন হয়ে পরে, 

তবু নির্লজ্জ চোখ চেয়ে থাকে

এক নিস্পাপ তারার দিকে।


No comments:

Post a Comment