কবিতা; রতন সরকার
রজনীর পর রজনী কত হলো পার
আজ সেই শেষ রজনী
ডাকছে আমায় ওপারের আগমনী
নিশি পাখি আর ফুলেরাও নিশ্চুপ কলরবে
মৃত্যু আমায় ছুবে
প্রিয়তমা থেকো পাশে শেষ সময়ে
আমার শেষ রজনীর কালে
আমায় যদি কখনো মনে পড়ে
মনে করে নিও অতীত স্মৃতি
খুলে দেখো একবার টেবিলে পড়ে থাকা সেই ডায়েরি
আমার ছোঁয়া যদি কখনো অনুভব করতে চাও
নরম রুমালটি মুখে তুলে নাও
দেখতে যদি ইচ্ছে হয় মাঝ রাতে
নীল আকাশের তারা হয়ে দেখিও আমায়
আমিও থাকব দেখার জন্য তোমার অপেক্ষায়
থাকবো আমি বেঁচে তোমার পুরনো স্মৃতির মাঝে
আমায় যত্ন করে রেখো হৃদয় মাঝারে
প্রিয়তমা থেকো তুমি অনেক সুখে
সর্বদা হাসিমুখে থেকো এই প্রকৃতির বুকে
ক্ষমা করো আমায় শত্রু বন্ধু প্রিয় আপনজন
আসবো আবার নতুনের আগমন
হৃদয় কাঁদিছে বেদনা বিরহের সুরেরও ব্যথায়
বরণ করো আমার শেষ রজনীর বিদায় ।

No comments:
Post a Comment