~Swapan Mridha
This is an artists' gallery: "কবির কলম" (Beauty of art is the supreme/শিল্প-সৌন্দর্য্যের রূপ শ্রেষ্ঠ) (Multilingual)
Sunday, March 28, 2021
Monday, March 22, 2021
কবি বৈঠক~২০২১
"কবি বৈঠক~২০২১- এক কবি সাক্ষাৎকার। আলোচনায় রয়েছে সকল অংশগ্রহণকারীর কবিতা পাঠ ও অভিজ্ঞতা। বিশেষ দিন "বিশ্ব কবিতা দিবস"; ২১ মার্চ।
অভিনন্দন আর সকল অংশগ্রহণকারীদের ঢের ঢের ধন্যবাদ গতকাল ২১ শে মার্চ এর "কবি বৈঠক" কে সাফল্যমন্ডিত করার জন্য। অবশ্যই আবার আগামীতে আমরা একই সমারোহে পুঞ্জীভূত হব। সকলের কাছে ভীষণভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন। 🎊🎉🌸❤️🙏💓🌄💐🌷🇮🇳😌🐼😊
Saturday, March 20, 2021
অথচ
~তাপস সরকার
যে যা পারে তাই বকে যাচ্ছে আজকাল,
লাল, নীল, গেরুয়া, সাদা, কালো...
নেতা নেই অথচ ভোট ভোট নিয়ে খেলো,
ভোটার নেই অথচ স্বাধীনতা নিয়ে যুক্তি তক্ক,
বর্ষা নেই অথচ ছাতার দামে বিতর্ক,
নিউজ চ্যানেলে খবার নেই অথচ তক্ক বক্ক,
ভাতের থালায় ভ-টি নেই অথচ চাষা ভক্ত,
মচকানো ডালে ফুল নেই অথচ বসন্ত বসন্ত,
বসন্তেই কি ফুল ফোটে?
ফুল ফুটলেই বসন্ত কিন্তু আসেনা,
কার্তিকের ফুলেও গন্ধ ছিল- চিৎপাত হয়ছে লুঠ,
নোংরা ঠোঁটে চুমু খেয়ে মন্ত্রী দিয়েছে ছুট,
পরে রয়েছে উমেশ ইতু মিছা এক সংসারে,
একটুখানি ভালোবাসা নেই অথচ রসালো প্রেমের লটবহরে।
হায় রে! বসন্ত,
ফুটল কোথায় তোর ফুল?
Thursday, March 18, 2021
The HiDeOuS MEUM
Tonight, silence is the illusion
Of the Darkness
Which is laughing
At the decorations
Of all lights and colours,
A stray dog is barking loud
Facing the eerie night
And crawling itself
Towards a scruffy shadow,
Whining sound of a moveless train
Creating the night more senseless
And a dull memory,
Now, in a bit of moment
If you wish anything,
That will be a crow
With its sudden shady cawing,
If it is actually you
To pray for something,
You must be a skeleton
Groaning inside a Grave
Of million decades
Holding in the hands nothing,
Or,
A glimpse of pain you will see,
You will feel love in your cracked heart,
You will be a silent worm
With no flame,
Or,
An inmost Entity
Seeing your own blood
Being hated by your fleshy body,
In your presence,
The Earth will keep being DeSTrYeD in silence,
In your absence
The HiDeOuS MEUM will be awake with an outburst.
Thursday, March 4, 2021
পাঁপড়ি নেই
-তাপস সরকার
আমাদের মাঝে আর নতুনের প্রয়োজন নেই,
বরং প্রয়োজন আছে বর্তমানের
অস্তিত্বকরন ও স্থিতিকরনের।
অনেক আগেই নতুনের স্বাগত জানানো হয়ে গেছে।
নতুন নতুন ফুল ফুটেছে,
গান হয়েছে,
প্রেম হয়েছে,
শুধু ঝড়ে পড়া ভবিষ্যতের অঙ্কুরে জন্ম নেই।
ফুল যৌবনের ইতিহাস নেই,
ধুলোয় পড়ে শুকনো কিছু পাঁপড়ি।
নতুনের ভিড়ে হারিয়ে যাওয়ার ভয় এখন প্রখর।
তাই ঘড়ির সময়ে পরিবর্তন দেখে লাভ নেই।
আর অন্ধকার?
রাত্রির থেকে বিশাল বিস্তৃত তার রাজ্য। আজ বাকি শুধু বিদায় জানানো অন্ধকারের যুদ্ধ জয়।



