-তাপস সরকার
আমাদের মাঝে আর নতুনের প্রয়োজন নেই,
বরং প্রয়োজন আছে বর্তমানের
অস্তিত্বকরন ও স্থিতিকরনের।
অনেক আগেই নতুনের স্বাগত জানানো হয়ে গেছে।
নতুন নতুন ফুল ফুটেছে,
গান হয়েছে,
প্রেম হয়েছে,
শুধু ঝড়ে পড়া ভবিষ্যতের অঙ্কুরে জন্ম নেই।
ফুল যৌবনের ইতিহাস নেই,
ধুলোয় পড়ে শুকনো কিছু পাঁপড়ি।
নতুনের ভিড়ে হারিয়ে যাওয়ার ভয় এখন প্রখর।
তাই ঘড়ির সময়ে পরিবর্তন দেখে লাভ নেই।
আর অন্ধকার?
রাত্রির থেকে বিশাল বিস্তৃত তার রাজ্য। আজ বাকি শুধু বিদায় জানানো অন্ধকারের যুদ্ধ জয়।

No comments:
Post a Comment