The Poet's Pen 20s Logo

Saturday, March 20, 2021

অথচ

 ~তাপস সরকার


যে যা পারে তাই বকে যাচ্ছে আজকাল, 

লাল, নীল, গেরুয়া, সাদা, কালো...

নেতা নেই অথচ ভোট ভোট নিয়ে খেলো, 

ভোটার নেই অথচ স্বাধীনতা নিয়ে যুক্তি তক্ক,

বর্ষা নেই অথচ ছাতার দামে বিতর্ক,

নিউজ চ্যানেলে খবার নেই অথচ তক্ক বক্ক,

ভাতের থালায় ভ-টি নেই অথচ চাষা ভক্ত,

মচকানো ডালে ফুল নেই অথচ বসন্ত বসন্ত, 

বসন্তেই কি ফুল ফোটে?

ফুল ফুটলেই বসন্ত কিন্তু আসেনা,

কার্তিকের ফুলেও গন্ধ ছিল- চিৎপাত হয়ছে লুঠ,

নোংরা ঠোঁটে চুমু খেয়ে মন্ত্রী দিয়েছে ছুট,

পরে রয়েছে উমেশ ইতু মিছা এক সংসারে,

একটুখানি ভালোবাসা নেই অথচ রসালো প্রেমের লটবহরে। 


হায় রে! বসন্ত,

ফুটল কোথায় তোর ফুল? 

 

No comments:

Post a Comment