~তাপস সরকার
বিরূপতা যেখানে মন,
অভিজ্ঞতা যেখানে জীবন,
সংশয় যেখানে জ্ঞান,
বিশ্বাস যেখানে বাঁচা,
আশা যেখানে ভবিষ্যত,
সংলাপ যেখানে নির্ভর,
প্রতারণ যেখানে নষ্ট,
বিবেক যেখানে রাস্তা,
হৃদয় যেখানে ঘরবাড়ি,
আমি সেই শহরের প্রবাসী
এক নির্জন অভিসারী ।
This is an artists' gallery: "কবির কলম" (Beauty of art is the supreme/শিল্প-সৌন্দর্য্যের রূপ শ্রেষ্ঠ) (Multilingual)
~তাপস সরকার
বিরূপতা যেখানে মন,
অভিজ্ঞতা যেখানে জীবন,
সংশয় যেখানে জ্ঞান,
বিশ্বাস যেখানে বাঁচা,
আশা যেখানে ভবিষ্যত,
সংলাপ যেখানে নির্ভর,
প্রতারণ যেখানে নষ্ট,
বিবেক যেখানে রাস্তা,
হৃদয় যেখানে ঘরবাড়ি,
আমি সেই শহরের প্রবাসী
এক নির্জন অভিসারী ।
~তাপস সরকার
কে কার কথা রাখে।
যে কথা রেখেছিল সে অজান্তে চলে যায়,
যে কথা রাখবে ভেবেছিল সে অজান্তে হেরে যায়।
কে জানে,
আজকের যোগাযোগ ছিল শুরু,
নাকি কালকের সকাল হবে সমাপ্তি।
এক রাশ আশা, প্রেম, স্বপ্ন,
হয়তো বা আজ বাস্তব,
তবে সম্মুখে এক বিস্তৃত প্রশ্ন।