The Poet's Pen 20s Logo

Monday, April 19, 2021

নির্জন নির্মাণ

 ~তাপস সরকার

বিরূপতা যেখানে মন,

অভিজ্ঞতা যেখানে জীবন,

সংশয় যেখানে জ্ঞান,

বিশ্বাস যেখানে বাঁচা,

আশা যেখানে ভবিষ্যত,

সংলাপ যেখানে নির্ভর,

প্রতারণ যেখানে নষ্ট,

বিবেক যেখানে রাস্তা, 

হৃদয় যেখানে ঘরবাড়ি,

আমি সেই শহরের প্রবাসী

এক নির্জন অভিসারী ।


No comments:

Post a Comment