The Poet's Pen 20s Logo

Saturday, April 3, 2021

প্রশ্ন

 ~তাপস সরকার


কে কার কথা রাখে।

যে কথা রেখেছিল সে অজান্তে চলে যায়,

যে কথা রাখবে ভেবেছিল সে অজান্তে হেরে যায়। 

কে জানে,

আজকের যোগাযোগ ছিল শুরু, 

নাকি কালকের সকাল হবে সমাপ্তি। 

এক রাশ আশা, প্রেম, স্বপ্ন,

হয়তো বা আজ বাস্তব, 

তবে সম্মুখে এক বিস্তৃত প্রশ্ন।



No comments:

Post a Comment