The Poet's Pen 20s Logo

Thursday, June 3, 2021

ইস্তাহার

~তাপস সরকার 


গতকালের সকালবেলা আমি যে স্বপ্ন দেখেছিলাম,

আজকের ভোরবেলাতেও একই স্বপ্ন দেখলাম,

কিছুটা পরিবর্তন নেই, নেই স্বপ্নের পর সমাপ্তির সুখ,

কেবল, একই দু-একটা ছোটো ছোটো আবদার

কবে, আবার দেখব স্বপ্ন, ঘুম ভাঙলে শুনব টুনটুনির ডাক,

ঠান্ডা হওয়ায় ভরব আবার বুক,

ছুটে যাব সকালের ঠান্ডা মাটির রাস্তায় সূর্য ওঠার আগে,

শপথ নেব নতুন ভোরে, "স্বপ্ন আমার অটুট থাকুক এভাবে";

সমস্ত দিনের উত্তপ্ত জনস্রোতের ভিড়ে এভাবে আশ্বস্ত হব,

তবে স্বপ্ন আমার পরিবর্তনহীন হোক, হোক একই সমাপ্তি,

ঠিক আমি খুঁজে নেব সুখ স্বপ্নের ইস্তাহার ইস্তাহারে।

No comments:

Post a Comment