~তাপস সরকার
সন্ধিক্ষণের দুর্বিপাকে মন বহি গেছে অন্য তীরে,
গলদ সাজে লোক রাজ্য কোকিলের কণ্ঠে বিষাদ;
সবুজ কোথায় পৃথিবী আজ? হলুদ রক্তে রক্তিম,
ধূসর ধূসর ঘর-বাড়িগুলি, ঋজু, রাজু, প্রিয়ারা উদ্বাস্তুতে কঠিন;
ছোট্ট শিশুর হাসির ফাঁকে গোলাকার চাঁদ মুচকি হাসে,
চঞ্চুতে চঞ্চু দেখি সারসের খড়-বাড়িগুলি ক্ষুধার্তে ভবিষ্যত মরুভূমি;
প্রিয়তম ক্লেশে কৈলাশ আজও নাচে চন্ডালের মতন,
অতীত-ভবিষ্যতে মধ্যবিত্ত আমি,
প্রতিশ্রুতি আঁকড়ে বাঁচার ইচ্ছে আমার,
তবু দেখি পণ ভেঙে অভিমানী আমার আপন জন।।

No comments:
Post a Comment