The Poet's Pen 20s Logo

Sunday, January 30, 2022

তিক্ত ঠোঁট

(Quote)

Tapas Sarkar


"যখন শব্দের সঙ্গে অর্থের মিল ক্ষীণ হয়ে পড়ে

তখন ধ্বনির স্বাভাবিক ডেসিবেলও ভয়ঙ্কর শোনা যায়; একইভাবে আমাদের সম্পর্কগুলি, আমরা যখন অনুভুতির শূন্যতায় কেবল কোন এক সম্পর্কের নামে আবদ্ধ থাকি তখন ভালোবাসার মিষ্টি ঠোটও তিক্ত হয়ে পড়ে।" 



#mystic_purist


Saturday, January 22, 2022

স্বাধীন

(কবিতা)

তাপস সরকার

জীবনের দেখা আলোর ছায়াপথগুলি 

ঠিক শীতের ভোরের ঝাপসা কুয়াশার মতন, 

যত দূর থেকে দেখা যায় অস্পষ্ট মনে হয় 

আবার কাছে আসলেই স্পষ্ট দেখায়, 

কিন্তু সেই পরিষ্কার আবির্ভাবের মাঝেও 

অসংখ্য অনিশ্চয়তা নির্মমতা মিশে থাকে, 

যেমন কুয়াশার ভিড় ধোঁয়া আর বালির হলে 

ফুসফুসের হয় মৃত্যুরূপ শ্বাসকষ্ট, 

আবার ঠান্ডা হাওয়া ও বালির হলে 

শরীরের হয় রক্ত জমাটের প্রাচীর, 

তবুও এ মন আলো দেখতে চায়-

এ শরীর চায় আলোর ছায়াপথে হাঁটতে, 

বিশ্বাস বিদ্রুপের মিশ্রণে তৈরি ইচ্ছেশক্তিগুলি 

ঠিক আলোর দিকে ছুটে যায় পোকার মতন মৃত্যু জেনেও, 

প্রতিশ্রুতি, প্রেম, প্রাকৃতিক সম্পর্কের টানাপোড়নে 

জীবন প্রবাহ যেন অদ্বিতীয় ধ্বংসের সমার্থক,

তাই ধ্বংস জীবনকে চ্যালেঞ্জ করলেও বিচ্ছিন্ন নয় 

বরং, জীবন ধ্বংসের স্পষ্টতায় আলোকিত হয়ে স্বাধীন।