(কবিতা)
তাপস সরকার
জীবনের দেখা আলোর ছায়াপথগুলি
ঠিক শীতের ভোরের ঝাপসা কুয়াশার মতন,
যত দূর থেকে দেখা যায় অস্পষ্ট মনে হয়
আবার কাছে আসলেই স্পষ্ট দেখায়,
কিন্তু সেই পরিষ্কার আবির্ভাবের মাঝেও
অসংখ্য অনিশ্চয়তা নির্মমতা মিশে থাকে,
যেমন কুয়াশার ভিড় ধোঁয়া আর বালির হলে
ফুসফুসের হয় মৃত্যুরূপ শ্বাসকষ্ট,
আবার ঠান্ডা হাওয়া ও বালির হলে
শরীরের হয় রক্ত জমাটের প্রাচীর,
তবুও এ মন আলো দেখতে চায়-
এ শরীর চায় আলোর ছায়াপথে হাঁটতে,
বিশ্বাস বিদ্রুপের মিশ্রণে তৈরি ইচ্ছেশক্তিগুলি
ঠিক আলোর দিকে ছুটে যায় পোকার মতন মৃত্যু জেনেও,
প্রতিশ্রুতি, প্রেম, প্রাকৃতিক সম্পর্কের টানাপোড়নে
জীবন প্রবাহ যেন অদ্বিতীয় ধ্বংসের সমার্থক,
তাই ধ্বংস জীবনকে চ্যালেঞ্জ করলেও বিচ্ছিন্ন নয়
বরং, জীবন ধ্বংসের স্পষ্টতায় আলোকিত হয়ে স্বাধীন।
No comments:
Post a Comment