(Quote)
Tapas Sarkar
"যখন শব্দের সঙ্গে অর্থের মিল ক্ষীণ হয়ে পড়ে
তখন ধ্বনির স্বাভাবিক ডেসিবেলও ভয়ঙ্কর শোনা যায়; একইভাবে আমাদের সম্পর্কগুলি, আমরা যখন অনুভুতির শূন্যতায় কেবল কোন এক সম্পর্কের নামে আবদ্ধ থাকি তখন ভালোবাসার মিষ্টি ঠোটও তিক্ত হয়ে পড়ে।"
#mystic_purist
No comments:
Post a Comment