কবিতা; তাপস সরকার;
বোধ জিনিসটা চশমার কাঁচের মতন
যতবার পরিষ্কার করি দাগ থেকে যায়,
কখন ঝলমল সূর্যের ঘোলাটে রঙ দেখি
কখন ধুলোর কণায় চোখ আটকে যায়,
চশমার ওপারের সঠিক পৃথিবী কখন সঠিক দেখায়
কখন এপারে চোখের যুক্তিভ্রম কঠিন অস্থির হয়,
কখন আবেগের বশে প্রেমের হয় ঘোর মৃত্যু
কখন প্রেমের প্রতারণায় আবেগ হয়ে ওঠে বিষ,
এসবের মাঝখানে বোধ জিনিসটা কাজ করে যায়
কখন চশমার কাঁচের মতন শক্তিশালী থাকে,
কখন অস্তিত্বের সম্পর্কহীন জীবন্ত সংগ্রামে
টুকরো টুকরো কাঁচের আকারে ভেঙে যায়।

No comments:
Post a Comment