(কবিতা)
তাপস সরকার
ভয় আর ভালোবাসার মধ্যবর্তী অবস্থান বোধ
তাতে আজকাল আমার সচরাচর আনাগোনা,
কে জানে এ রোগের সমাপ্তি কিসে?
নাকি রোগের মুখোশে নিস্তারহীন এ এক বিদ্রোহ?
কে জানে?
আমার কোনো উত্তর নেই,
তবে অপেক্ষা আছে, আছে অংক কষার অভ্যাস,
যেমন শৈশব খাতায় আঁকিবুকি কাঁটা যোগবিয়োগ,
যেন ফুড়িং ধরার নেশায় এলোপাথাড়ি হাঁটা।
ঘড়ির কাঁটার টিকটিক সহজ আওয়াজের মতন
এ বোধ নির্বোধের বিপরীত নয়,
কিংবা বুদ্ধিশীল সমাজের শক্ত মোড়কও নয়,
তবু কেমন জানি একটা সুখ,
একটা সুখ তৈরির নিরাকার যন্ত্র এ বোধ।
সঠিক চোখের প্রেমে এ বোধ জীবন দেখে নারীর চোখে,
দেখে নারী পুরুষের আঙ্গুলের ফাঁকে ফাঁকে সূর্যাস্ত,
অস্তিত্বের এ এক একঘেঁয়েমী নিষ্পাপ প্রচেষ্টা
কখনো হঠাৎ প্রশান্তি খোঁজে সন্যাস গেরুয়া পোশাকে,
আবার ফুটপাতের ক্ষুধার্ত শিশুর চিৎকারে
ভেঙে পড়ে তাদের ঘরের মতন,
সে বিদ্রোহ ঘোষণা পোষণ করে,
কিন্তু বিদ্রোহটা কোথায়? কাকে?
এ বোধ ভয় আর ভালোবাসার মধ্যবর্তী এক সংকট অবস্থা,
তবে স্বাধীন ভাবনায় দার্শনিক,
সে ঘৃনা করে ওদের,
আমি ঘৃনা করি ওদের…
ওরা কারা?
জানিনা।
তবুও আমি ঘৃনা করি ওদের,
আমি ঘৃনা করি হৃদয় থেকে।
আজ শুধু একটা সময়ের অপেক্ষা আমার
যখন ক্ষুধা থাকবেনা রাস্তায় ভয় থাকবেনা হৃদয়ে
ভালোবাসা থাকবেনা জংধরা হৃদয়ে,
তখন আমি নপুংসক হয়েও
এই বোধকে নিয়ে শান্তির মিছিল করব
গ্রাম, শহরের হাজার রাস্তায়।।
No comments:
Post a Comment