(কবিতা)
তাপস সরকার
যতই ভাবি সূর্য ওঠা নামার মতন
স্কেল মেপে মেপে লম্বা রেখায় চলব,
শিল্প সৃষ্টির এলোপাথাড়ি ভাবনার সুতোগুলি
শুধু পায়ে-পায়ে, হাতে, মাথায় প্যাঁচ লাগিয়ে দেয়,
সে প্যাঁচের জোর এমন বেশি যে
কোনো রাত দিন, কোনো দিন হঠাৎ রাত হয়ে যায়,
তখন আমার কাছের মানুষ যারা
তারা আমায় বৈকল্পিক ঘৃনা করে,
আর দূরের অপরিচিত মানুষগুলোর মুখগুলি
কেমন যেন আপন আপন মনে হয়,
আমার হৃদয় তখন মরীচিকার আলোয় উজ্জ্বল
দু একটা মেঘ খসে পড়ে বৃষ্টিহীন অভিসারী,
চোখের জলের সমুদ্রে তখন এক পাখি সাঁতরে
নীল আকাশের বালিকনায় মাছেরা করে টহলদারি।
সূর্য ওঠে, সূর্য নামে
আবার ওঠে, আবার নামে,
আমি শিল্প সৃষ্টির এলোপাথাড়ি সুতোর প্যাঁচে
ধুসর পৃথিবীর ঘুরপাক গুনতে থাকি।
No comments:
Post a Comment