কবিতা; তাপস সরকার
কখনো যদি তুমি মানুষের ভিড় দেখ
সেখানে তাদের ইচ্ছে খুঁজতে জেওনা;
সেই ভিড়ে দু-একজন পাখি থাকবে-
তুমি সেই পাখিদের ভেজা চোখের কথা ভেব;
তোমার যোগাযোগে ওরা উড়ে যেতে চাইবে-
তোমার ভীষন প্রণয়ে ওদের বন্দী রেখোনা;
ওরা ধূসর ডানা মেলে সুখ চাইলে
তুমি ওদের মন থেকে স্বাধীনতা দিও;
যদি ওরা তোমার ঘরের নরম বালিশে ঘুমিয়ে পরে-
তুমি ওদের ইচ্ছে করেই আদর করে দিও;
কারণ, মানুষ মানুষে হৃদয় হৃদয়ে পাখি পাখিতে
যে সম্পর্ক তাতে স্বাধীনতার দাম অনেক।।
#mystic_purust

No comments:
Post a Comment