The Poet's Pen 20s Logo

Monday, November 2, 2020

প্রেমাচার


~তাপস সরকার




প্রেমবর্ষণে শীতল প্রান স্নিগ্ধ এ নীড়_
ওগো, তুমি আজ খুব কাছে--ঘুচেছে তিমির,
নরম ঘাসে নরম পায়ে হাটছি দুজন_
গোলাপী হাওয়ায় মেতেছি আজ নীরব দুটি মন,
আমরা আজ খুব কাছে নরম গ্রহণের উত্তালে
হয়তো, গোলাপ ফুটলে লজ্জা পেত আমাদের আচরণে,
ভীষণ সুখে আছি আজ_কিছুটা ব্যবধান
চতুস্পদ-এ হাঁটছি মোরা যেন একটাই প্রান,
এভাবে, লজ্জাভরে ডান হাতটি ধরে করলে আলিঙ্গন
দুটি নয়ন আজ স্থির_এযেন মহার্য চুম্বন,
ধীরে ধীরে আরো কাছে এলে সব লজ্জাভিমান ভুলে
আমি আজ সুখি,আমার স্কন্ধে তোমার শীর খোলা চুলে,
শ্বাস-প্রশ্বাস যেন চলেনা আর বন্ধ হৃদ্স্পন্দন_
ধন্য এ পৃথীবি ও ব্যাকুল প্রেমের নির্লজ্জ চয়ন,
ফিরবোনা আজ ঘরে আমরা যদিও সন্দ্যা হয়
একই সুরে বাধব ঘর দেখাকনা কেউ ভয়;
তুমি প্রশ্ন করলে, "তুমি আমায় ভালোবেশেছো কবে?"
আমি বললাম,সেই শৈশবে, প্রথম দেখেছি যবে,
তুমি বললে, "তুমি খুব বোকা"
আর আমি বললাম, তাই হতে ভালো লাগে;
এভাবে কেটে গেল খানিক্ষন,অনেক সময়_
অচেনা সুখে তুমি উন্মাদ আর আমার রাজ্যজয়,
তোমার সুগন্ধে আমি মত্ত, নিস্তেজ হয়ে পরি
এরই মাঝে সুখের আনন্দ পিরিতের ছড়াছড়ি,
ভাবছি আমি নতুন সুগন্ধ, নতুন ফুলের কুড়ি_
হঠাৎ তুমি বলে উঠলে-"গোলাপ গেছে চুরি;"

আসলে স্বপ্ন ভাঙ্গল রবীর গানে_
তাই ফিরে এলাম অবিলম্বের পানে;
আর এটাই জীবন ছন্দ;
কবির গান বেজে চলে__
"যে ছিল আমার স্বপনচারিণী
তারে বুঝিতে পারিনি
দিন চলে গেছে খুজিতে খুজিতে!!
শুভক্ষনে কাছে ডাকিলে,
লজ্জা আমার ঢাকিলে গো,
তোমারে সহজে পেরেছি বুঝিতে!!...........!! "




No comments:

Post a Comment