~তাপস সরকার
যারা আমরা বলি ভালো মানুষের ধর্মের প্রয়োজন নেই
আসলে তারা আমরা মানুষের ধর্মে পরিচিত নই,
যারা আমরা বলি ধর্ম ছাড়া আর কোনো গতি নেই
আসলে তারা আমরা ধর্মের গুন আর প্রসারে অবগত নই,
যারা আমরা বলি আমরা শরীরের বিবর্তন, ভগবান বলে কিছু নেই
আসলে তারা আমরা জ্ঞানের সূত্রে বিশ্বাসী কিংবা আগামী শিক্ষায় এগিয়ে নেই,
যারা আমরা বলি সৃষ্টির মূলে কেবল ভগবান, বিজ্ঞান কিংবা জ্ঞান নেই
আসলে তারা আমরা ভগবান দেখিনি, সৃষ্টির অস্তিত্বে বিশ্বাসী নই,
যারা আমরা বলি রাজনীতিটা ঘৃণ্য, সমাজের নিয়মে অবদান নেই
আসলে তারা আমরা রাজা দেখিনি, নীতির শিখনে সামাজিক নই,
যারা আমরা বলি নীতি শিখে কি হবে? খাদ্য চাই নীতি নয়
আসলে তারা আমরা খেতে শিখেছি খাওয়াতে নই,
যারা আমরা বলি ক্ষুধাটা প্রধান, না, ধর্ম, রাজা, নীতি নয়
আসলে তারা আমরা খেতে শিখিনি, বাঁচতে আগ্রহী নই।
আজ শুরু হোক বাঁচার লড়াই, শুধু ক্ষুধা মেটানো নয়-
এ লড়াই হোক, খাদ্য, ধর্ম, রাজা, নীতি ও মনুষ্যত্বের, কেবল মানুষের নয়।
সংগ্রামটা এবার ভালো করে হোক।।

No comments:
Post a Comment