The Poet's Pen 20s Logo

Wednesday, November 4, 2020

ভালো মানুষ (Valo Manush)

~তাপস সরকার



ওরা তোমায় তোমায় চেনে, 

না, তোমার সত্য কথা বলার অভ্যাসে নয়,

ওরা তোমায় ভালোবাসে 

তোমার চাকরি কিংবা টাকায় চরিত্র আছে তাই,

ওরা তোমায় কাছে ডাকে, 

না, তোমার সমাজে বেঁচে থাকার গল্পগুলো শুনতে নয়,

ওরা তোমায় কাছে ডাকে 

তোমার বাবার কাকাতো ভাইয়ের পিসি কিংবা জেঠু মন্ত্রী হয়ে তাই,

ওরা তোমার গুণগান করে,

না, তোমার ওই পাইকারী দরে বিক্রি সহজ পোশাকে নয়,

ওরা তোমার গুণগান গায়

তোমার শরীরে ব্র্যান্ডেড শার্ট কিংবা চুলের রংটা একটু আলাদা তাই,

ওরা তোমায় মানুষ মানে,

না, তুমি একটু সহজ আর ভালো মানুষ বলে নয়,

ওরা তোমায় মানুষ জানে,

তুমি একটু অসভ্য আর অমানুষ হলে তাই, 

এমনিতে ওরা অনেক কিছু জানে, 

না, শুধু তোমাকে আর আমাকে জেনে নয়,

ওরা অনেক কিছু জানে 

তাই অজানার বিতর্কে তর্ক না খুঁজে ওদের মত ভালো মানুষ খুঁজে যায়।



No comments:

Post a Comment