~তাপস সরকার
শিশিরের মতো বৃষ্টি পরছে
ফড়িং এর দল ডানা মেলে ভিজছে
এই দিনটি আনন্দের দিন
কান পেতে শুনলাম।
ডানা ভেজা হাস তার ডাক ডাকছে
বুঝলাম তারাও বৃষ্টির আনন্দ নিচ্ছে।
জানলার ওপারে বাঁশবন, কাঠাল, আম, নারকেল তাল
সবাই আমেজে নাচছে,
ওরা সুখী, অনুভব করলাম।
মেঘ রূপি ইন্দ্রের মাথা নত
তার বজ্রপাতে পৃথিবীর নৃত্তের জোগাড়
দেখি বৃষ্টি ভেজা টুনটুনি ডানা মেলে নাচে,
আমি দেখি আমার মন অস্থির
ভেজা মাটির গন্ধে ক্ষুধা আমার হরতালে,
আমি গন্ধ পেলাম সুখের, আনন্দের।
এভাবে খুঁজে পেলাম প্রকৃতির দান আনন্দ।।

No comments:
Post a Comment