The Poet's Pen 20s Logo

Saturday, November 28, 2020

প্রাচীর

 ~তাপস সরকার



আজ একই নেই

বেওয়ারিশ ভাঙ্গা ইটের ওই প্রাচীর

কোনোদিন প্রশ্নও করা হয়নি 

কেন গাঁথা হয়েছিল 

কেবল বারবার মনে হয়েছে 

কি জীবন্ত ওই প্রাচীর 

মাঝে মাঝেই ওপারের শত্রু হাওয়ার বিপরীত হয় 

পাহারা দেয় নিঃশুল্ক 

কবছরে দুর্বল ইটগুলি খসে পরেছে 

লাল রঙের মাটি হয়ে 

কিছু জায়গায় সবুজের যে চিহ্ন 

তা নিয়েই স্তূপাকারে আজ দাড়িয়ে 

তার ফাঁকফোকরে পঁচিশ বছরে দেখেছি 

পঁচিশ লক্ষ পৃথিবীর শ্যাওলা থানকুনি পেয়ারা আর বট 

তাদের মধ্যে কেউ কেউ আজও বেঁচে আছে 

বেঁচে আছে প্রাচীরের এপারে 

আমার সবুজ প্রকৃতির সম্ভব পৃথিবী 

যেখানে নতুন নতুন অঙ্কুরে 

উন্মাদভাবে ঘন হয়ে ওঠে জঙ্গল 

সেই জঙ্গলে খুব ভোরে কিছু ফুল ফোটে 

তাদের গন্ধ শুঁকে প্রেমে পরা যায় 

নাম জানা যায়না  

কিছু ফুল সন্ধ্যায় ঝরে পড়ে 

তাদের কাহিনী স্মৃতি হয়ে যায় 

মুছে ফেলা যায়না 

প্রাচীরের ওপারে কিছু সাদা ফুলের আন্দোলন 

তবে সবুজ গাছের নয় 

লাল পাতা কালো গাছের এক অদ্ভুত সমন্বয় 

ওপারের জঙ্গল আরও গভীর 

শুধু মানরেখা এই প্রাচীর থেকে ঠাওর করা যায় 

এরই মাঝে কারোর স্মৃতির বিস্মরণ ঘটলে 

সেটা পাগলামি নয় 

বরং প্রকৃতি অস্বাভাবিক এক স্বাভাবিক জীবন 

আর বেওয়ারিশ ভাঙ্গা ইটের এই প্রাচীরও 

একদিন বিস্মৃতি হবে 

সব ইট এক সময় খসে পরবে 

লাল রঙের মাটি হয়ে 

সেই মাটির ওপরে জন্ম নেবে 

শ্যাওলা থানকুনি পেয়ারা বট স্থায়ীভাবে 

আবার স্মৃতি হয়ে 



No comments:

Post a Comment