The Poet's Pen 20s Logo

Sunday, November 15, 2020

টুপি

  ~তাপস সরকার






তোমার টুপি পরার অভ্যাসে আমার অসুবিধে নেই

টুপি পরানোর অভ্যাসে ঘোর আপত্তি তাই,

তুমি টুপি হাতে বাক স্বাধীনতায় চিৎকার কর আমার তাতে অস্বস্তি নেই 

তোমার টুপি আমার মাথায় এলে তোমার বক্ অধীনতা বিপত্তি কই, 

যখন তুমি টুপি হাতে স্বাধীনতার কথা বল 

আমি আমার কানে কুলুপ দিই,

কারণ তোমার টুপি তোমারই স্বাধীনতা

আমি আমার টুপিতেই স্বাধীনতা খুঁজে পাই। 


1 comment: