~তাপস সরকার
গুনছে তাদের শ্বাস-প্রশ্বাস কে?
কে মানছে তাদের আবদার?
ধুঁকছে মানুষ, ধুঁকছে ওরা
এ কাল ভীষণ উপসংহার,
শক্ত হলেই, ওষুধ খেলেই
ফিরতে হবে বাড়ি,
অনেক আছে বাড়ি ফিরছে,
যুদ্ধের কেউ সমাপ্তিতে থমকে শবের সারি,
সংসার আজ অসম্মানে
ব্যাতিরেকে সমাজ খুয়েছে তরী,
খুলছে মানুষের মুখোশ এবার,
হচ্ছে আবার মুখোশধারী।
পৃথিবী আবার শান্ত হলে
বিস্তৃত হোক বিশ্বাস,
মানুষ এবার পরিচিত হবে
বিষাক্ত ব্যাধির সংহারে।

No comments:
Post a Comment