The Poet's Pen 20s Logo

Monday, May 17, 2021

ভেবে দেখুন

 ~তাপস সরকার

ক্ষমতা আর ঘৃনা এই শব্দদুটো এক্কেবারে ঘনিষ্ট, যাকে বলে একটিকে বাদ দিয়ে অপটিকে দেখা কঠিন। একদিকে আমরা এই দুই মানবিক প্রবৃত্তির দ্বারা গুরুতর ভাবে পরিচালিত, কখনো প্রতারিত, কখনো উপেক্ষিত, কখনো বিনাশ। তবুও আমরা ক্ষমতার অভিলাষী, উচ্চাকাঙ্খী, ও ঘৃণার দাস। আমরা বেশ বুঝি ভালো মন্দ, সঠিক ভুল। কিন্তু সেখানে একটা কিন্তু থেকেই যায়, যে কিন্তু তথাকথিত যুক্তি বা জ্ঞান বলে সমাজ স্বীকৃতি দেয়, মানুষ নয়। আবার আমরা সংশয়ী হই, আমরা নিজের নিজের ভাগ দেখি, দেখি নিজের তৃপ্তি, নিজের উন্নয়ন দেখি, সমাজের নয়, নয় পরিব্যাপ্তীর। অন্যদিকে, কেউ যদি প্রচার করে মানুষকে ভালোবাসতে ক্ষমতা কিংবা যোগ্যতা লাগেনা, লাগে ভালোবাসা, একটুখানি হাসি, সুষ্ঠ শিক্ষিত সমাজ তাতে অট্টহাসিতে উগড়ে দেয় বা আবারও দেবে। আবার যদি কেউ প্রমাণ করার চেষ্টা করে, হাসি দিয়ে পৃথিবী জয় করা যায়, যুদ্ধে দিয়ে  নয়, এতেও আজকের সমাজ, আজকের মস্তিষ্ক বলবে "তুমি উন্মাদ, তুমি পাগল"। আসলে আমরা মানুষ হিসেবে সব কিছু বুঝি, কেবল প্রতিবাদ করছি না কোনো কিছুর, যতক্ষণ না নিজের হাতে একটু আগুনের ছেঁকা লাগছে। কিন্তু এই আগুন ধীরে ধীরে ভেতরের দিকেই দারুণভাবে উত্তপ্ত হয়ে উঠছে, কোথাও কোথাও চরমে, যে কোনো সময় ঘটবে বিস্ফোরণ। তাই, ভাবুন একটু সময় থাকতে, আমরা কোন পথে চালিত হচ্ছি, পরিণতি এখন না হলেও, হবেনা তা নয়। বিস্ফোরণের আগে সতর্ক ভালো, সতর্কতার আগে সচেতন ভালো, সচেতনতার আগে ভালো সংশোধন। ক্ষমতা কিংবা ঘৃণা নয়, ভালোবাসা আর যত্নে আকৃষ্ট হোন।

No comments:

Post a Comment