~তাপস সরকার
পুছিলে মোর নাম, তমরা ভুরু কুচকাবানান,
জানিলে মোর নাম, তমরা বেযায় ঘামিবানান;
মোর নামে যদি কারঅ না যায় আসে,
মোর তাতে খামতি নাই;
মোর নামে যদি মুই সাড়া দুং,
তাতেই মুই মোর পরিচয় খুঁজি পাউং।
মোর কামে তমরা হাসিবানান,
জানিলে মোর কাম, তমরা বেজায় কাপিবানান;
মোর কামে মুই দারুন চাঙ্গা,
মোর গুরুত্ব মুই এরমে খুঁজি পাউং;
মোর গুষ্টির চিরা গামছাত,
মুই বাঁচিবার সুক খুঁজি পাউং।
মোর ভাষা শুনি তমরা মুক ট্যারা কুরিবানান,
জানিলে মোর কাথা, তমরা বেজায় হাম্বরগীরি কুড়িবানান;
মোর ভাষাত মুই দারুন খাঁটি,
মোর ভাষাতে কহিলে কাথা পরিচয় করাম মাটি মাটি;
তমার মুক ট্যারাতে মোর ইত্তুংনাও আপত্তি নাই,
মানুষ হবার গন্ধ মুই বিস্তর জানুং;
মোর পরিচয় মুই মান হুসের মানুষ,
বেহুদা তমার ঢং।

No comments:
Post a Comment