The Poet's Pen 20s Logo

Friday, May 21, 2021

অজানা অসুখের মর্মে

 ~তাপস সরকার

নির্জন মনের নির্জন প্রেমে ও আজ মত্ত,

ওর শরীরের আস্তিন দুটো কিছুটা লজ্জাহীন,

তবে হাওয়ার আমেজে গানের অ্যালবামে দু একবার ঠিক নাড়া দেয়,

ও আজ প্রেমিক…

ও প্রেমিক হলেও, না প্রেমিকার নয়, নয় নিঃসঙ্গতার, 

ওর শরীর নির্জন ত্যাগে আজ বিস্তার, 

ও আজ বিস্তার সুখ, বৈভবের ওই পারে, 

সংগ্রামে হেরে যাওয়ার ভয় অপেক্ষা, উপেক্ষা সময়ের পরিবর্তন,

ও আজ পরিবর্তন, পরিবর্তন আজ ওর হাতের তালুতে,

তবুও, ওর মন, ওর শরীর আজ লজ্জিত এক অজানা অসুখের মর্মে;



No comments:

Post a Comment