~তাপস সরকার
যদি আমি কথা রাখতে না পারি, তুমি ক্লান্ত হয়োনা,
তুমি ফিরে এসো তোমার ইচ্ছে হলে, তোমার ভালোবাসায়,
তবে এবার,
ঝরে পড়ার আগে বন্য ফুলের মত হাসতে শেখো,
ভেঙে পড়ার আগে আর্ত কোকিলের মতো গাইতে শেখো,
পরিবর্তনের আগে মুক্ত মেঘের মত অনেক শিখরে ভাসতে শেখো,
ঘুমিয়ে পড়ার আগে ওই সূর্যের মতো কিছুটা সময় আলোকিত থেকো,
ফিরতে আমার দেরি হলে তুমি আবার ফিরে এসো,
ফিরতে আমার দেরি হলে তুমি এবার আমার অপেক্ষা করোনা।।

No comments:
Post a Comment