(কবিতা)
~গুণধর ভাণ্ডারী
আজকে তুমি কত দূরে? বোধয় মাইল শত,
তবু কেন মিথ্যা আশায় বাড়ছে বুকের ক্ষত।
ছবির জালে জড়িয়ে শুধু খাচ্ছি ঘুরপাক,
পুরনো স্মৃতি নতুন করে ইচ্ছে নদীর বাঁক।
ঝড় ওঠে রোজ দিন পোহালে চেনা আকাশ বেয়ে,
স্বপ্ন তরীর যাত্রী আমি চোরা বালির খেয়ে।
আশার বাণী সুর ভুলে সে ভ্রমে অচিন বেশে,
হঠাৎ দেখি অদূরে কেউ স্বপ্ন নিয়ে আসে।
জ্বলছে পাঁজর বুকের ভেতর জোনাকির আলো,
উদাস মনে হাজার স্মৃতির আকাশ ঘন কালো ।
আনমনা পথ ক্লান্ত দুপুর হাঁটছি পিছে পিছে ,
চেনার ছলে সেও দেখি অচেনা আমার কাছে।
বদলে গেছে সময় জানি অনেক জন্ম পার,
মিষ্টি হেসে নামলো শেষে আপন সংসার।
চোখের আড়াল ভেজা কাজল শেষে ব্যাস্ত হাসি,
এখনও কি রাত পোহলে স্বপ্ন মেঘে ভাসি?
অনেক প্রশ্ন নিয়ে যখন এল বিদায় বেলা,
অবাক করে বুঝিয়ে দিলে চেনা অবহেলা।
ভীষণ অভিমানে শুধু দাঁড়িয়ে থাকি চেয়ে,
অপেক্ষার শেষ বসন্তে চিরমুক্তি পেয়ে।
শুন্য চোখের জলছবিতে নতুন পথের বাঁক,
মুচকি হেসে আপন দেশে স্বপ্ন ভাঙার ডাক।।

Super
ReplyDelete