The Poet's Pen 20s Logo

Wednesday, August 18, 2021

নির-অ-শিক্ষা

(কবিতা)

~তাপস সরকার








কোথায় তোমার উচ্চ চিৎকার?

কোথায় সামাজিক নির-অ-শিক্ষার ধর্মঘট?

চোখ খুলে দেখ মানুষ নয়, শিশুরা-

শিশুরা মরছে, চলছে অন্ধ ধর্মের রক্তাক্ত গোলাগুলি, 

বিজয়ী হয়েছে মাংস লোলুপের,

ঘর ছাড়ছে মানুষ মানুষের ভয়ে,

পুরুষ পুরুষের, নারী পুরুষের ভয়ে,

শিশু মৃত্যুর ভবিষ্যতে,

কেন?

প্রশ্ন করেছ কখনো? নিজেকে,


আহ্! সময়ে ত ধর্মকে তোমরা কুলাঙ্গার বল,

আবার সুযোগ পেলে ধর্মের বারুদেকে কর কোলাকোলি,

নিরপেক্ষতার স্বাদ স্লোগানের শব্দে খোঁজ,

লাল কিংবা সবুজ না হলে পৃষ্ঠপোষকে চালাও গুলি। 

এই ত তোমাদের স্বাধীনতার অর্থ সম্প্রীতি,

কেউ স্বদেশ প্রেমের গান গাইলে প্রশ্ন কর 

স্বাধীনতা কি? 

বল ধার্মিক নয়, সেক্যুলার হয়ে স্বাধীন হও

দেখবে মানবিকতার আঁকিবুকি!

কেন?

সেক্যুলার হলেই কি স্বাধীন তুমি?

কখনো প্রশ্ন করেছ আসল সেক্যুলার এর অর্থ কি?


আজ কোথায় তোমাদের উদগীরণ সমতার?

কোথায় সমান, নিরপেক্ষ, মানবিকতার রঙিন রঙিন ফ্ল্যাগ বহর?

আসলে শিক্ষাটা তোমাদের এক পৃষ্ঠার,

বিপরীত পোশাকের ভিরুতায়

মানবধর্মের অর্থ বোঝ ভুল;

শিক্ষাটা তোমার গোঁড়ামি আসল অধর্মের ছোবলে,

তাই, তৃপ্তি থাকো কাবুল, ক্যালকাটা, লাহোর, কাশ্মীর- 

২১, ৪৬, ৪৭, ৯০, ৯২... এর শিশুরা হত্যা হলে।


No comments:

Post a Comment