(কবিতা)
~Ratan Sarkar
কবিতা আমার জ্ঞান
কবিতা আমার ধ্যান
আবেগ বিবেক এর আত্মপ্রকাশ
কবিতা আমার দেবজ্যোতি আলো
সুভাষের সুপ্রকাশ,
লেখায় লেখায় কথা বলা
কবিতার সাথে পথ চলা
কবিতা আমার অস্ত্র হাতিয়ার
যুদ্ধে শামিল হওয়া,
কবিতা লেখা জীবনের সাধনা
কবিতা আমার ঈশ্বরের আরাধনা
দুঃখ কষ্ট হাসি কান্নার কিছু কথা
সমাজ পরিবেশ এর আধারের মাঝে
কবিতায় শামিল হওয়া,
কবিতা আমার ধ্যান
কবিতা আমার অস্ত্র
কবিতা আমার প্রাণ
কবিতা আমার জ্ঞান।

No comments:
Post a Comment