The Poet's Pen 20s Logo

Wednesday, August 4, 2021

শব্দ যাপন

(কবিতা)

~Sagar Barman

যুদ্ধ যখন শুরু হয়

শব্দের ক্ষয় হয় তার থেকে বেশি রক্তের,

সামনের ওয়ালগুলো তখন ঠুনকো কাচের মতো

অল্প হাওয়াতেই যেন গুড়িয়ে যায়,


ব্যপ্তি ঘটে তখন কিছু পানার

যারা এতকাল চেয়েছিল এমনি একটা বিস্তৃত ভুমি

একটা অপেক্ষা….

শুরু হয় শিশু মৃত্যু আর নারী হত্যা,


পাখিরা গান ভুলে গেল

গাছেরা ছায়া দান ভুলে গেল

শুরু হয় শব্দযাপন শরতের পাতায়।


No comments:

Post a Comment