The Poet's Pen 20s Logo

Friday, August 13, 2021

বন্ধু

(কবিতা)

~রতন সরকার

আমার প্রিয় বন্ধুরা তোমরা কোথায়,

তোমাদের খুঁজি অতীত স্মৃতির মাঝে;

তোমরা পাড়ি দিয়েছো বহুদূরে জীবনের কর্মে,

আজ আমি একাকীত্ব নিজস্ব ঘরে,

বন্ধু তোমরা আমার শত্রু, তোমরা আমার মিত্র,

অন্ধকারের পথে আলোর বাতি,

আলোর পথে অন্ধকার;

দুঃখের পাশে দাঁড়িয়ে দুঃখ ভাগ করে নেওয়া,

আনন্দের সময় উচ্ছ্বাসে হারিয়ে যাওয়া,

বন্ধু তোমরা আমাকে ভুলে যেও না;

বন্ধু আমি সেই অপমান,

আমি সেই অবহেলা,

আমি সেই নতমুখ;

আমি সেই নির্বোধ,

আমি সেই ফিরে আসা প্রত্যাখ্যান,

বন্ধু আমায় গ্রহণ করো;

No comments:

Post a Comment