The Poet's Pen 20s Logo

Wednesday, August 4, 2021

যন্ত্রদানব

(কবিতা) 

~গুণধর ভাণ্ডারী 

গাঁ গাঁ শব্দের ফোয়ারায় গিলে খায়, দিনরাত অবিরাম 

যন্ত্রদানব ছুটে ধোঁয়াশায় চারদিকে নিয়ে প্রাণ অদ্ভুত! 

চারপায়ে দুরন্ত ভন ভন গতিতে, খিদে যেন বেড়ে যায় 

আরও চায় আরও চায় তাজা প্রাণ রাস্তায়। 


মাঝে মাঝে থেমে যায় লেগে থাকে রক্তের দাগ, 

কতদিন চোখে পড়ে সকলের মনখারাপ গরম চায়ে। 

হেডলাইন খবরের পাতায় দেখে ছ্যাঁত করে ওঠে বুক, 

আতঙ্কের ফোন কল আসে যায় হারায় আপনজন। 


দেবতার নামে দেওয়া পরিণামের সান্তনা কি পারে? 

স্কুলে থেকে ফেরার আগে পিষ্টযন্ত্রের দাগ মুছতে। 

দানবহৃদয়ে থাকা মত্তচালকের গতি কমে না কান্নায়, 

মৃতশিশুর চিৎকার পৌঁছায় না প্রশাসকের কর্ণকুহরে। 


 শূন্য বুকে ঘরে ফেরা আপনজন নীরবে মেনে নেয়, 

ভাগ্যের পরিহাস! আর যন্ত্রদানবের আস্ফালন। 

এভাবেই দিন কেটে যায় অগণিত স্বজনের শোকে, 

ইতিহাস লেখে দায়িত্বাহীন খাতায় নির্বাক পাষাণ বুকে।

No comments:

Post a Comment