The Poet's Pen 20s Logo

Sunday, August 8, 2021

তোমার স্বর

 (কবিতা)

~তাপস সরকার

আজ আট দশক পরেও তোমার বিয়োগে 

চোখ কালো ঘন ঘটিকায় মূর্ছা যায় আমাদের কণ্ঠস্বর,

তোমাকে স্মরণে বার বার জীবন্ত ছবিতে

তোমায় দেখি মানব বন্ধনের ভগবান রূপে, 

তোমার স্বত্তা পূজা করি জীবনের ঠাকুর ঘরে

প্রত্যেক ভোর, দুপুর, সন্ধ্যা, ও রাতে, গভীর কুহকিনী সংকটে,

তোমার অপেক্ষায় জ্ঞান, ভিক্ষা, প্রেম চর্চা করি আমরা

আবার নিজেদের এক বন্ধনে বাঁধব বলে,

কিন্তু কারোর সাহস নেই সেই পর্বতারোহণের- 

নেই সুস্থ পাঞ্জা বুক ফুলিয়ে আপন সুরে গাইবার,

তাই দু এক খানা নতুন সুরে গান লিখলেও 

স্বভাব তাড়নায় ছুটে যাই তোমার ঈশান সঙ্গীতে,

তোমাকে আমরা সঞ্চারী করি ধমনী শিরায় চিত্তে 

তোমার স্বর, তোমার রচনা, তোমার দর্শন

তোমার প্রতিষ্ঠার আমাদের এই সমাজে আবার গাইব বলে।।


No comments:

Post a Comment