The Poet's Pen 20s Logo

Saturday, August 7, 2021

শব্দ প্রকাশ

(কবিতা)

~তাপস সরকার






তোমরা আমায় জিজ্ঞেস কর ঘোড়া, হাতি, কালো কাক,

কেন আমি লিখি ভাঙ্গা হাঁড়ি, হরিণ, পাখি আর কঙ্কালের ছবি,

কেমন আমি লেখার আগে সাত সমুদ্রে ডুব দিয়ে

মানুষের হাতে খড়ি নিয়ে সাদা সাদা, কালো কালো আঁকি;


তোমরা আমায় দোষারোপ কর কুল, কাগজ, জানালা,

কেন আমি সূর্য, মাটি, ঘর আর স্বপ্ন কল্পনা নিয়ে ভাবি,

কেমন আমি বৃষ্টি ঝটিকায় তীক্ষ্ণ নদীর প্রাংশু প্রবাহে 

কাগজ নৌকায় বেরিয়ে পরি গভীর সমুদ্রের দলে;


তোমরা আমায় নজরে রাখো ঘুম, ভাত, সবুজ মাঠে,

কেন আমি মুক্তি চাই তোমাদের ক্ষুধা, অর্থ, দূষিত চিন্তা থেকে,

কেমন আমি লিখতে চাই রক্ত দিয়ে নয়, শুধু শব্দ দিয়ে 

স্বার্থপরের মতন আমি আমি বলে আত্ম প্রতিষ্ঠা ও প্রচারে;


তোমরা আমায় ঘৃণা কর কিংবা অন্ধকারের নিস্পাপ বল,

কেন আমি খুঁজি আবোলতাবোল কুয়াশায় আলো, আকাশ, মন,

কেমন আমি হতাশ, ধার্মিক, দার্শনিক কিংবা বিজ্ঞানী হয়ে

বোবা শিশুর কান্নায় উচ্চ ভাবনার ছোট্ট আবেগে কেঁদে ফেলি; 


আমি জানি...

তোমাদের সব প্রশ্নের উত্তরে আমি প্রস্তুত নই, হয়ত পারবনা নিশ্চয়,

তবে, ইচ্ছে হয় তোমাদের শব্দে কথা বলি, ভাবি কিছু নালিশ,

তাই তোমাদের জিজ্ঞেস, দোষারোপ, চোখ, কিংবা অন্ধকারে

আমি আমার আমি হয়ে মতামত প্রতিষ্ঠায় আত্মবাদি হয়ে পড়ি;


জানিনা তোমরা তোমাদের ভাষার সংলাপ কিভাবে বোঝ, 

আমি শুধু আমার ভাষার সংকল্পে চেষ্টা শব্দ প্রকাশের করি।।


No comments:

Post a Comment